আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে পিডিবিএফ প্রধান কার্যালয়ে আলোচনা সভা।
প্রকাশন তারিখ
: 2021-02-18
১৮/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে পিডিবিএফ প্রধান কার্যালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন (ভারপ্রাপ্ত) জনাব মুহিউদ্দিন আহমদ পান্নু, পরিচালক (মাঠ পরিচালন) জনাব কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, পরিচালক (অর্থ) জনাব শহীদুল হক খান এবং প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ও যুগ্ম-পরিচালকগণ। পিডিবিএফ এর আঞ্চলিক পর্যায়ের উপ-পরিচালকগণ ভার্চুয়ালি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভায় অংশগ্রহণ করে। বক্তারা ২১ ফেব্রুয়ারির ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন, এছাড়াও ২১ ফেব্রুয়ারির দিন "শহীদ মিনার"-এ পুষ্পস্তবক অর্পণের কর্মসূচী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Share with :
মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী