Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৬

অর্থ

অর্থ ডিভিশনের অধীনে অর্থ বিভাগ নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করে থাকে;

অর্থ বিভাগের দায়িত্বসমূহ ৪টি অংশে বিভক্ত। আর্থিক নীতিমালা প্রণয়ন, বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনা, প্রধান কার্যালয়ের প্রাপ্তি-প্রদান ও আয়-ব্যয় হিসাব এবং কর্মীদের ভবিষ্য ও আনুতোষিক তহবিল ব্যবস্থাপনা।

প্রতিবছর Bottom-up পদ্ধতিতে প্রস্তুতকৃত খসড়া কর্মপরিকল্পনা ও বাজেট বোর্ড অব গভর্ণর্স কর্র্তৃক অনুমোদিত হয়। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং কর্মীগণ অঙ্গীকারকৃত পরিকল্পনা বাস্তবায়নে নিজ থেকেই সচেতন থাকেন।

তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রধান কার্যালয় হতে উপজেলা ও উপ-পরিচালক কার্যালয়ের সাথে তহবিল আদান-প্রদান এবং হিসাব কাজ সহজীকরণের জন্য সকল কার্যালয়ের বেতনভাতার প্রাথমিক বিবরণী প্রধান কার্যালয়ে প্রস্তুত করে প্রেরণ করা হয়। পিডিবিএফ কর্তৃক সম্পাদিত মূলধনী ও রাজস্ব ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকারী বিধিবিধানের আলোকে উৎসে ভ্যাট ও আয়কর কর্তন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করা হয়। স্থায়ী পদে নিয়োজিত সকল কর্মীর ভবিষ্য ও আনুতোষিক খাতে প্রতিমাসের কর্তনকৃত টাকা তহবিল আকারে সংরক্ষণ, নিরাপদ বিনিয়োগ, ব্যক্তির বাৎসরিক হিসাব চুড়ান্তকরণ ও হিসাব প্রতিবেদন প্রস্তুতপূর্বক অডিটের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়া, কর্মীদের মটরসাইকেল ও কল্যান তহবিল আলাদা হিসাবে সংরক্ষণ করা হয়।