Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৬

হিসাব

অর্থ ডিভিশনের অধীনে হিসাব বিভাগ নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করে থাকে;

হিসাব বিভাগের দায়িত্বসমূহ ৪টি অংশে বিভক্ত। আর্থিক নীতিমালার আলোকে হিসাব নির্দেশিকা প্রণয়ন, সকল কার্যালয়ের হিসাবের ভুলত্রুটি উদঘাটন, নিরসন ও হিসাবসমূহ একত্রীকরণ, অভ্যন্তরীণ ও বহিঃ নিরীক্ষা সমন্বয় ও অডিট প্রতিবেদনের উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হিসাবকর্মীদের প্রশিক্ষিত করা।

উল্লেখ্য, পিডিবিএফ আইটি বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত জিএল প্যাকেজ হিসাব কাজে ব্যবহৃত হচ্ছে। প্রত্যেক মাসে ব্যাংক বিবরণী ও ক্যাশবুক রিকন্সিলিয়েশন করে হিসাব কাজের সঠিকতা নিশ্চিত করা হয়।

হিসাব বিভাগ ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। নতুন সহকর্মীদের অর্থ ও হিসাব সংক্রান্ত কাজে উপযোগী করা এবং পুরাতন সহকর্মীদের হিসাবকাজ ত্রুটিমুক্ত থাকে সে লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করে।

অভ্যন্তরীন, সিএ ফার্ম ও সরকারী অডিট দলের কার্যক্রম সমন্বয় এবং অডিট প্রতিবেদনে উল্লেখিত সম্পর্কিত আপত্তিসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হিসাব বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব।